ভাপা সন্দেশ রেসিপি | Bhapa Sandesh Recipe in Bengali

ভাপা সন্দেশ রেসিপি(bhapa sandesh recipe) – ভাইফোঁটার এই শুভ অনুষ্ঠানে আপনার প্রিয় মানুষদের মিষ্টি মুখ করান স্পেশাল এই মিষ্টির সাথে। অমৃতস্বাদের এই সন্দেশ মিষ্টি একবার মুখে দিলেই যেন মিলিয়ে যায়।

আপনারা প্রায়ই বাজার থেকে নানা রকম সন্দেশ – মিষ্টি নিয়ে আসেন, তবে এবারে বাড়িতে খুবই সহজ ভাবে বানিয়ে নিন এই সন্দেশ রেসিপিটি। এই ছানার ভাপা সন্দেশ রেসিপিটি বাড়িতে একবার ট্রাই করলে দোকানের স্বাদ ভুলে যাবেন। সকলের প্রিয় স্বাস্থ্যকর এই সন্দেশ সবার মন জয় করে নিতে পারবে। তাহলে আর দেরি না করে দেখে নিন আমার এই ভাপা সন্দেশ বানানোর রেসিপিটি।

 

ভাপা সন্দেশ রেসিপি | Bhapa Sandesh Recipe in Bengali

 

উপকরণ ➤

  • দুধ – ১ লিটার
  • চিনি – ১/২ কাপ
  • গুড়ো দুধ – ২ চামচ
  • এলাচগুড়ো – ১/৪ চা চামচ
  • কেশর – ১ চিমটে
  • লেবুর রস – ১/৪ কাপ
ALSO READ ➱  রুই পোস্ত রেসিপি | Rui Posto Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🟣 প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে তাতে লেবুর রস দিয়ে ছানা কাটিয়ে নেব। এবার একটি কাপড়ে ছানার জল ঝরিয়ে নিয়ে ঠান্ডা জল দিয়ে ছানার মিশ্রণটি ভালো করে ধুয়ে নিয়ে ঝুলিয়ে রাখবো যাতে অতিরিক্ত জল ঝরে যায়।

🟣 এবারে ছানার মিশ্রণটি একটি মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব। তারপরে এতে চিনির গুড়ো, গুঁড়ো দুধ ও এলাচ গুঁড়ো দিয়ে আবারো মিক্সিতে একটি ঘন পেস্ট তৈরি করে নেব।

🟣 এবার একটি বড় টিফিন বাটিতে ঘি মাখিয়ে নিয়ে তাতে ছানার মিশ্রণটি দিয়ে ভালো করে ছড়িয়ে দেব আর ওপর থেকে কেশর ছড়িয়ে ঢাকনা বন্ধ করে নেব।

🟣 এবার একটি বড় পাত্রে স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে জল দিয়ে হাই আঁচে গরম করে নেব। তারপরে টিফিন বাটিটি স্ট্যান্ডে বসিয়ে দিয়ে মিডিয়াম আঁচে রেখে ঢাকনা বন্ধ করে তিরিশ মিনিট হতে দেব।

ALSO READ ➱  ক্ষীরের মালপোয়া রেসিপি | Khirer Malpua Recipe in Bengali

🟣 এরপরে ঢাকনা খুলে একটি কাঠি মিশ্রণটির মধ্যে ঢুকিয়ে দেখে নেব কাঠির গায়ে ঘন ব্যাটার লেগে আসছে কিনা যদি ব্যাটার লেগে না আসে তাহলে আঁচে বন্ধ করে ঠান্ডা করে নেব পাত্রটি। তারপরে এক থেকে দু’ঘণ্টা পাত্রটি ফ্রিজে রেখে দেব।

🟣 এবারে টিফিন বাটিটি বের করে গ্যাসে ১০ থেকে ২০ সেকেন্ড গরম করে নিয়ে ঢাকনা খুলে মিশ্রণটি প্লেটে ট্রান্সফার করে নেব। তারপরে পিস পিস করে কেটে নিলেই তৈরি ভাপা সন্দেশ।

 

আরো পড়ুন ➠

➡️ছানার সন্দেশ রেসিপি

➡️তালের ক্ষীর রেসিপি

➡️সুজির মোহনভোগ রেসিপি

➡️তালের পাটিসাপটা পিঠা রেসিপি

➡️নলেন গুড়ের পায়েস রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  চিকেন মহারানী রেসিপি | Chicken Maharani Recipe in Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

Leave a Comment