চিজ ওমলেট রেসিপি(cheese omelette recipe) – সকালের জলখাবার বা টিফিন যাই হোক না কেন এবারে এই চটজলদি ডিমের রেসিপি(egg recipe) অবশ্যই তৈরি করে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই আমরা চিজ খুবই পছন্দ করি আর যদি এই চিজ দিয়ে তৈরি করা হয় ডিমের অমলেট তাহলে খাবারটা বেশ জমে যাবে। খুবই সহজ উপায়ে তৈরি এই অমলেট রেসিপিটি হবে পুষ্টিতেও ভরপুর। তাহলে আর দেরি না করে এই ডিমের ওমলেট আপনার প্রিয়জনের জন্য তৈরি করে ফেলুন। আর অবশ্যই দেখে নিন আমার এই রেসিপিটি।
উপকরণ ➤
- ডিম – ২ টি
- দুধ – ১ চামচ
- নুন – স্বাদ অনুযায়ী
- গোলমরিচ গুঁড়ো – ১/৪ চা চামচ
- বাটার – ২ চামচ
- চিজ – ৩ চামচ
- ধনেপাতা কুচি – ২ চামচ
পদ্ধতি ➤
🟢 প্রথমে একটি পাত্রে ডিম ফাটিয়ে নিয়ে তার মধ্যে দুধ, নুন, গোলমরিচগুড়ো, এক চামচ বাটার দিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে।
🟢 এরপরে কড়াইতে বাটার ব্রাশ করে তাতে ডিমের মিশ্রণটি দিয়ে দু মিনিট রান্না করে নিতে হবে। তারপরে উপর থেকে চিজ ও ধনেপাতা কুচি ছড়িয়ে ওমলেট রোল করে নিলে তৈরি সুস্বাদু ওমলেট।