কাজু বরফি রেসিপি | Kaju Barfi Recipe in Bengali

কাজু বরফি রেসিপি(kaju barfi recipe) – দীপাবলির এই উৎসবে সকলকে মিষ্টিমুখ করান সকলের প্রিয় কাজু কাতলির সাথে। বাঙালির এই বিশেষ অনুষ্ঠানে মিষ্টি না হলে একেবারেই চলে না, তাই এবারে বাড়িতেই অল্প উপকরণে বাজারের মতো এই কাজু বাদামের বরফি রেসিপি অবশ্যই ট্রাই করুন। সকলের পছন্দের এই বাদামের মিষ্টি সকলেই বেশ পছন্দ করে । আর এই মিষ্টি রেসিপি তৈরি করাও ভীষণই সহজ। তাই আর দেরি না করে তৈরি করে নিন আমার এই বরফি রেসিপিটি।

 

কাজু বরফি রেসিপি | Kaju Barfi Recipe in Bengali

 

উপকরণ ➤

  • কাজুবাদাম – ২৫০ গ্রাম
  • চিনি – ১ কাপ
  • দুধ – ১ কাপ
  • ঘি – ২ চামচ
  • এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ
ALSO READ ➱  পার্শে মাছের ঝাল রেসিপি | Parshe Macher Jhal Recipe in Bengali

 

পদ্ধতি ➤

প্রথমে একটি মিক্সিং জারে কাজুবাদামগুলো শুকনো গুঁড়ো করে নেব।

এবার একটি কড়াইতে এক কাপ চিনি ও হাফ কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে রস তৈরি করে নেব। তারপরে কাজু বাদামের মিশ্রণটি দিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকবে।

এরপরে মিশ্রণটিতে দুধ, ঘি ও এলাচ গুড়ো ছড়িয়ে ক্রমাগত নাড়াচাড়া করে নেব। এরপরে মিশ্রণটি শুকিয়ে আসলে আঁচ বন্ধ করে নেব।

এবার একটি পাত্রে অল্প ঘি মাখিয়ে নিয়ে তাতে মিশ্রণটি সমানভাবে ছড়িয়ে ৫ মিনিট রেখে দেব। তারপরে ছুরি দিয়ে বরফি আকারে কেটে নিলেই তৈরি কাজু বরফি।

ALSO READ ➱  চিকেন রোল রেসিপি | Chicken Roll Recipe in Bengali

 

আরো পড়ুন ➠

➡️রসমালাই বানানোর রেসিপি

➡️মিষ্টি দই রেসিপি

➡️নলেন গুড়ের পায়েস রেসিপি

➡️ছানার কেক রেসিপি

➡️ছানার সন্দেশ রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  কাঁচা আমের জেলি রেসিপি | Raw Mango Jelly Recipe in Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

Leave a Comment