লাচ্ছা সেমাই রেসিপি | Laccha Semai Recipe in Bengali

আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে খুবই সহজেই নবাবী স্টাইলে লাচ্ছা সেমাই বানানোর রেসিপি । নবাবি স্টাইলে তৈরি এই সেমাই রেসিপি খেতে খুবই সুস্বাদু আর এটি বানানোর পদ্ধতিও একটু অন্যরকমের।

আপনারা এই মিষ্টি রেসিপিটি অবশ্যই একবার বাড়িতে তৈরি করে নিতে পারেন আপনার রান্নাঘরে । তবে আর দেরি না করেই দেখে নিন এই লাচ্ছা সেমাই রেসিপিটি(Laccha Semai Recipe) । আশা করছি এর স্বাদ আপনাদের অনেক ভালো লাগবে।

laccha semai recipe

উপকরণ ➣

  • লাচ্ছা সেমাই – ২৫০ গ্রাম
  • ঘি – ৪ চামচ
  • দুধ – ১ লিটার
  • চিনি – ২ কাপ
  • এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ
  • কাজু কিসমিস – ৪ চামচ
  • পেস্তা কুচি – ১ চামচ
  • চেরি কুচি – ১ চামচ

পদ্ধতি ➣

🟢 প্রথমে কড়াইতে সামান্য ঘি দিয়ে সেমাইগুলো হালকা করে ভেজে নিন।

🟢 এবার কাজু ও কিসমিসগুলিও ভালো করে ভেজে নিন।

🟢 এরপরে একটি পাত্রে দুধ ভালো করে গরম করে নিন। দুধ ফুটে আসলে তাতে গুঁড়ো দুধ, চিনি ও এলাচ গুঁড়ো দিয়ে ফুটিয়ে বেশ ঘন করে নিন।

🟢 এবার এই ঘন দুধের মিশ্রণটি ঠান্ডা করে নিন।

🟢 এরপর একটি পাত্রে ভাজা সেমাই দিয়ে একটি লেয়ার তৈরি করে তার ওপরে কাজু, কিসমিস, চেরি ও পেস্তা কুচি ছড়িয়ে দিন।

🟢 এরপরে ঘন দুধের মিশ্রনের অর্ধেকটা সেমাইয়ের উপর দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিন।

🟢 এবার কিছু সময় পরে বাকি দুধের মিশ্রণটিও সেমাইয়ের মধ্যে দিয়ে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিন।

🟢 এবার ফ্রিজ থেকে বের করে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন এই নবাবী লাচ্ছা সেমাই

Hello, my name is Raju Sharma. I created this website to teach people how to cook in a very simple and short amount of time. I learn cooking from my mother. Trying new recipes is fun for me. All recipes on this blog are written in Bengali, with step-by-step instructions that are simple to understand.

Leave a Comment