কাঁচা আমের জেলি রেসিপি(raw mango jelly recipe) – আমরা ছোট থেকে বড় সকলেই প্রায় প্রতিদিনই জেলি খেয়ে থাকি । তবে এখন আর বাইরে থেকে নয় বাড়িতেই তৈরি করে নিন আমের জেলি রেসিপি(mango jelly recipe)। গ্রীষ্মকালের এই সুস্বাদু ফল দিয়ে তৈরি এই জেলি রেসিপি(jelly recipe) আপনারা বাড়িতেই খুবই সহজ ভাবে জেলিটিন ছাড়াই তৈরি করে নিতে পারবেন। আর এই জেলি সংরক্ষণ করতে পারেন দীর্ঘদিনের জন্য। তাহলে আর দেরি না করে একবার বাড়িতে অবশ্যই ট্রাই করুন এই জেলি বানানোর রেসিপিটি। আপনাদের জন্য রইল এই কাঁচা আমের জেলি রেসিপি(kacha amer jelly recipe)টি ।
উপকরণ ➤
- কাঁচা আম – ২০০ গ্রাম
- চিনি – ১ কাপ
- লেবুর রস – ১ চামচ
- সবুজ ফুড কালার – ১ চিমটি
পদ্ধতি ➤
🔴 প্রথমে আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে তিন কাপ জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নেব। এবারে সেদ্ধ করা আমের জল ঝরিয়ে নেব।
🔴 এরপরে কড়াইতে দুই কাপ সেদ্ধ করা আমের জল দিয়ে হাই আঁচে ফোটাতে থাকবো। এবারে মিশ্রণটির মধ্যে চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ফুড কালার দিয়ে নাড়াচাড়া করতে থাকবো।
🔴 এবারে মিশ্রণটির মধ্যে লেবুর রস মিশিয়ে হাই আঁচে ভালো করে নাড়াচাড়া করে মিশ্রণটি ঘন করে নেব।
🔴 মিশ্রণটি ঘন হয়ে আসলে একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে এক চামচ জেলির মিশ্রণটি দিয়ে দেখব জমে আসছে কিনা। মিশ্রণটি জমে আসলে জেলি তৈরি।
🔴 এবারে আঁচ বন্ধ করে মিশ্রণটি একটি পাত্রে নামিয়ে নিলেই তৈরি জেলি।
আরো পড়ুন ➠
➡️চিজ ওমলেট রেসিপি
বিঃদ্রঃ(Note) ➤
ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –
➡️Facebook ➡️Pinterest ➡️Twitter