তালের ক্ষীর রেসিপি | Taler Kheer Recipe in Bengali

তালের ক্ষীর রেসিপি( taler kheer recipe) – জন্মাষ্টমীর এই পূর্ণ তিথিতে ছোট্ট গোপালের ভোগ নিবেদনের জন্য মিষ্টি কিনতে এবার বাজারে না গিয়ে বাড়িতেই তৈরি করে ফেলুন এই তাল ক্ষীর(tal kheer)। এই তাল রেসিপি(plam recipe) আপনারা সকলেই কোনরকম ঝামেলা ছাড়াই অনায়াসে তৈরি করে নিতে পারবেন। এই তালের রেসিপি(taler recipe) যেমন ছোট্ট গোপালের খুব প্রিয় তেমনি আমরা সকলেও এই ক্ষীর খুব পছন্দ করি। তাহলে দেখে নিন এই তালের ক্ষীর বানানোর রেসিপি

 

Taler Kheer Recipe

 

উপকরণ ➤

  • তালের কাথ – ২ কাপ
  • নারকেল কোড়া – ১ কাপ
  • চিনি – ১/২ কাপ
  • দুধ – ২ কাপ
  • কনডেন্স মিল্ক – ৩ চামচ
  • এলাচ গুঁড়ো – ১/৪ চা চামচ
  • কাজুবাদাম কুচি – ১ চামচ
  • কিসমিস কুচি – ১ চামচ
  • পেস্তা কুচি – ১ চা চামচ
ALSO READ ➱  টক দই রেসিপি | Tok Doi Recipe in Bengali

 

তালের ক্ষীর বানানোর পদ্ধতি ➤

🟠 প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে ফুটিয়ে নিয়ে আলাদা করে রেখে দেব। তারপর একটি কড়াইতে তালের কাথ দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকবো।

🟠 মিশ্রণটি ফুটতে থাকলে তাতে দিয়ে দেব দুধ, নারকেল কোরা, চিনি ও এলাচ গুড়ো । এবারে মিশ্রণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আঁচ কমিয়ে ক্রমাগত নাড়তে থাকবো।

🟠 এরপরে যখনআস্তে আস্তে ক্ষীর ঘন হতে থাকবে তখন তাতে কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব।

🟠 তারপরে যখন তালের মিশ্রণটি ঘন হয়ে ফুটতে থাকবে তখন তাল ক্ষীর একেবারে তৈরি হয়ে যাবে। এরপরে তালের ক্ষীর ঠান্ডা করে কাজু, কিসমিস ও পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন।

ALSO READ ➱  কাঁচা আমের চাটনি রেসিপি | Green Mango Chutney Recipe

 

মনে রাখবেন ➤

🔶 তালের কাথ ফুটতে থাকলে অবশ্যই নিজের হাত সাবধানে রাখবেন। না হলে তালের কাথ ছুটে এসে পুড়ে যেতে পারে।

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  ঘুগনি রেসিপি | Ghugni Recipe Bengali | Bengali Ghugni Recipe

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

Leave a Comment