তোপসে মাছের ফ্রাই রেসিপি | Topse Macher Fry Recipe in Bengali

তোপসে মাছের ফ্রাই রেসিপি(topse macher fry recipe) খুবই মুখরোচক একটি খাবার। তপসে মাছের ফ্রাই রেসিপি মুড়ির সাথে সন্ধ্যাবেলায় অনেকের কাছেই ভিশিন প্রিয়। তোপসে মাছের দাম খুব একটা বেশি না তাই যে কেউ বাড়িতেই এই তোপসে মাছের রেসিপি তৈরি করে নিতে পারেন।

 

Topse Macher Fry Recipe

 

উপকরণ ➤

  • তপসে মাছ – ৭ পিস
  • আদা বাটা – ১ চা চামচ
  • রসুন বাটা – ১ চা চামচ
  • লংকা বাটা – ১ চা চামচ
  • গোলমরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
  • হলুদ – ১ চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • লেবুর রস – ১ চামচ
  • বেসন – ৩ চামচ
  • কনফ্লাওয়ার – ২ চামচ
  • লঙ্কাগুঁড়ো – ১/২ চা চামচ
  • ডিম – ১ টি
  • সাদা তেল – ২০০ গ্রাম
  • ব্রেড ক্রামস – ১ কাপ
ALSO READ ➱  মটন বিরিয়ানি রেসিপি | Mutton Biryani Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🔵 প্রথমে একটি পাত্রে তোপসে মাছগুলো নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গোলমরিচ গুঁড়ো, হলুদ ও লেবুর রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে ত্রিশ মিনিট রেখে দেবো।

🔵 এবারে ব্যাটার তৈরি করে নেব। তার জন্য বেসন, কনফ্লাওয়ার, ডিম, লঙ্কাগুলো, নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে পরিমাণ মতো জল দিয়ে ব্যাটার তৈরি করে নেব।

🔵 এরপরে কড়াইতে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নেব। এখন ম্যারিনেট করা মাছগুলি একে একে ব্যাটারে ডুবিয়ে ব্রেডক্রামসে কোট করে গরম তেলে ছেড়ে দেবো। তারপরে মিডিয়াম আঁচে হালকা লালচে করে ভেজে তুলে নেব।

ALSO READ ➱  মাছের মাথা দিয়ে মুগ ডালের রেসিপি | macher matha diye moong dal recipe

🔵 এভাবেই সমস্ত মাছগুলি ফ্রাই করে তোপসে ফ্রাই পরিবেশন করুন।

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  পার্শে মাছের ঝাল রেসিপি | Parshe Macher Jhal Recipe in Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

 

Leave a Comment