দই চিকেন রেসিপি | Doi Chicken Recipe in Bengali

দই চিকেন রেসিপি(doi chicken recipe) – ভাইফোঁটার এই স্পেশাল দিনটিতে আপনার প্রিয় মানুষটির জন্য তৈরি করে নিন এই চিকেন কষা রেসিপিটি । বাঙালির কাছে এই দিনটি খুবই স্পেশাল হয়ে থাকে আর সাথে থাকে খাওয়া-দাওয়ার বাহার। প্রতিদিনের একঘেয়ে রেসিপি বাদ দিয়ে বানিয়ে নিন এই চিকেন কারি, যা স্বাদের পাশাপাশি শরীরের পুষ্টিগুণ আরো বাড়িয়ে দেবে। তাই এবারের ভাইফোঁটাই এই চিকেন রেসিপিটি একবার অবশ্যই ট্রাই করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে। আর এই দিনটিকে সকলের জন্যই আরো স্পেশাল করে তুলুন। আর দেখতে থাকুন আমার এই ভিন্ন স্বাদের দই চিকেন রেসিপিটি।

 

দই চিকেন রেসিপি | Doi Chicken Recipe in Bengali

 

উপকরণ ➤

  • মাংস – ৫০০ গ্রাম
  • দই – ১৫০ গ্রাম
  • তেজপাতা – ২ টি
  • এলাচ – ৩ টি
  • লবঙ্গ – ৪ টি
  • দারুচিনি – ১ টুকরো
  • গোলমরিচ – ১০ টি
  • পেঁয়াজ কুচি – ১ কাপ
  • টমেটো কুচি – ১/২ কাপ
  • লঙ্কা কুচি – ২ চামচ
  • আদা ও রসুন বাটা – ২ চামচ
  • গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ
  • কাসুরি মেথি – ১ চা চামচ
  • ধনেপাতা কুচি – ২ চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • চিনি – ১ চা চামচ
  • সাদা তেল – ৪ চামচ
ALSO READ ➱  ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপি | Bhatki Macher Fish Fry Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🔴 প্রথমে করাইতে সাদা তেল গরম করে নিয়ে তাতে তেজপাতা, এলাচ, লবঙ্গ, গোলমরিচ ও দারুচিনি ফোরনে দেব। ফোড়ন থেকে গন্ধ ছাড়তে থাকলে তাতে আদা ও রসুন বাটার মিশ্রণ দিয়ে এক মিনিট নাড়াচাড়া করে নেব।

🔴 এবারে পেয়াজ কুচি দিয়ে হালকা করে ভেজে নিয়ে তাতে লঙ্কা কুচি ও টমেটো কুচি দেব। এরপর সব উপকরণগুলি ভালো করে কষিয়ে নেব।

🔴 মসলা থেকে তেল ছাড়তে থাকলে মাংসের টুকরোগুলি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আঁচ কমিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রান্না হতে দেব।

ALSO READ ➱  মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি | Macher Matha Diye Muri Ghonto Recipe in Bengali

🔴 এরপরে ঢাকা খুলে পরিমাণ মতো নুন দিয়ে আবারো পাঁচ মিনিট ঢাকা দিয়ে রাখবো।

🔴 এবারে ঢাকা খুলে মিশ্রণটিতে ধনেপাতা কুচি ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আবারো পাঁচ মিনিট ঢেকে রান্না হতে দেবো।

🔴 এরপরে ঢাকনা খুলে ফেটিয়ে নেওয়া টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে পরিমাণমতো চিনি দিয়ে দেব। এরপরে কিছু সময় ঢাকা দিয়ে রাখব যাতে মাংসগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়।

🔴 এবারে ঢাকা খুলে তাতে গরম মসলা গুঁড়ো ও কাসুরি মেথি ছড়িয়ে কিছু সময় ঢাকা দিয়ে রেখে দেব।

🔴 তারপরে আঁচ বন্ধ করে কিছু সময় স্ট্যান্ডিং টাইমে রেখে নামিয়ে নিলে তৈরি সুস্বাদু দই চিকেন।

 

আরো পড়ুন ➠

➡️চিকেন মহারানী রেসিপি

➡️চিকেন স্প্রিং রোল রেসিপি

➡️চিকেন রেজালা রেসিপি

➡️চিলি চিকেন রেসিপি

➡️চিকেন পিজ্জা রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  হান্ডি মটন রেসিপি | Handi Mutton Recipe In Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

Leave a Comment