মটন কোর্মা রেসিপি | Mutton Korma Recipe in Bengali

রমজানের এই স্পেশাল মুহূর্তে আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারেন মটন কোর্মা রেসিপি(Mutton Korma Recipe) । কোরমার এই স্বাদ আপনারা রুটি, পরোটা বা নান সবকিছুর সাথেই উপভোগ করতে পারবেন।

মটন রান্নার রেসিপিটি বানানো যেমন সহজ তেমনি খেতেও লাগবে সুস্বাদু । তাহলে আর দেরি না করে বানিয়ে ফেলুন এই মটন রেসিপিটি আর আঙ্গুল চেটে খান। এই মাটন কোরমা রেসিপিটি আপনারা যেকোন সময়ই তৈরি করে নিতে পারবেন।

Mutton Korma Recipe

উপকরণ ➣

  • মটন – ৭০০ গ্রাম
  • আদা ও রসুন বাটা – ২ চামচ
  • লঙ্কা গুঁড়ো – ২ চা চামচ
  • জিরে ও ধনে গুঁড়ো – ২ চা চামচ
  • হলুদ গুঁড়ো – ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়ো – ১ চা চামচ
  • শাহি গরম মসলা গুড়ো – ১/২ চা চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • টক দই – ৩ চামচ
  • ঘি – ১ চামচ
  • সরষের তেল – ৩ চামচ
  • পেঁয়াজ কুচি – ২ কাপ
  • কেওড়া জল – ২ চামচ
  • কাজুবাদাম বাটা – ৩ চামচ
  • তেজপাতা – ২ টি
  • গোটা গরম মসলা – ৪ টি লবঙ্গ, ১ টি বড় এলাচ, ১ ইঞ্চি দারুচিনি, ৩ টি ছোট এলাচ

পদ্ধতি ➣

✅ প্রথমে একটি পাত্রে মাংসের টুকরোগুলি নিয়ে তাতে আদা-রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, জিরেগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, নুন ও গরম মসলা গুঁড়ো দিয়ে ভালো করে ম্যারিনেট করে এক ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেব।

✅ এবার একটি পাত্রে বেশ খানিকটা তেল ভালো করে গরম করে নিন।

✅ এবার তাতে পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা তৈরি করে নেব। এরপরে বেরেস্তা ঠান্ডা হয়ে আসলে সেগুলি হাত দিয়ে গুঁড়ো করে নেব।

✅ এরপরে কড়াইতে পরিমাণ মতো তেল ও ঘি গরম করে নিয়ে তাতে তেজপাতা ও গোটা গরম মসলা দিয়ে দেব।

✅ এবারে ম্যারিনেট করা মাংসের মিশ্রণটি দিয়ে মিডিয়াম আঁচে কষাতে থাকবো ঢাকা দিয়ে।

✅ মাংস ভালো করে কসানো হয়ে আসলে তাতে কাজুবাদাম বাটা, কেওড়া জল, চেরা কাঁচা লঙ্কা ও শাহী গরম মসলা গুড়ো দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো গরম জল দিয়ে মাংস সেদ্ধ হতে দেব।

✅ এরপরে মাংস সেদ্ধ হয়ে আসলে বেরেস্তা ও ধনে পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই তৈরি সুস্বাদু মাটন কোরমা।

Hello, my name is Raju Sharma. I created this website to teach people how to cook in a very simple and short amount of time. I learn cooking from my mother. Trying new recipes is fun for me. All recipes on this blog are written in Bengali, with step-by-step instructions that are simple to understand.

Leave a Comment