মুড়ির মোয়া রেসিপি | Murir Mua Recipe in Bengali

মুড়ির মোয়া রেসিপি(murir mua recipe) – পূজা বা পার্বণ যেকোন অনুষ্ঠানেই মিষ্টির এই মুখরোচক পদটি প্রসাদ হিসেবে ব্যবহার করা হয় । তবে বর্তমানে এই মোয়া রেসিপি যেন হারিয়ে যেতে চলেছে। তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ঠাকুরমা দিদিদের হাতের সেই মোয়া তৈরি রেসিপি। বাঙ্গালীদের কাছে এই মোয়া যেন বেশিই প্রিয়। তাই আজ সকলেই দেখে নিন কিভাবে খুবই সহজ পদ্ধতিতে মোয়া মিষ্টি রেসিপি তৈরি করা যায়। আপনাদের জন্য রইল এই মোয়া বানানোর রেসিপিটি।

 

 

 

মুড়ির মোয়া রেসিপি | Murir Mua Recipe in Bengali

 

উপকরণ ➤

  • মুড়ি – ২০০ গ্রাম
  • আখের গুড় – ২০০ গ্রাম
ALSO READ ➱  সুজির ইডলি রেসিপি | Sujir Idli Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🔵 প্রথমে একটি কড়াইতে গুড় ও হাফ কাপ জল দিয়ে মিডিয়াম আঁচে নাড়াচাড়া করতে থাকবো। তারপরে দেখতে থাকবো গুড় থেকে আঁশ উড়ে যাচ্ছে কিনা।

🔵 খুন্তির সাথে অল্প গুড়ের মিশ্রণ নিয়ে ওপর থেকে ফেলতে হবে আর দেখতে হবে শেষ ফোটা পড়ার সময় সুতোর মতো উড়ে যাচ্ছে কিনা যদি সুতোর মতো উড়ে যায় তাহলে আঁচ বন্ধ করে নিতে হবে। এভাবেই গুড় তৈরি করে নিতে হবে।

🔵 এবারে ওই গুড়ের মধ্যে মুড়ি দিয়ে খুন্তির সাহায্যে ভালো করে মিশিয়ে নিয়ে গরম থাকা অবস্থাতেই গোল গোল করে মোয়া তৈরি করে নিতে হবে।

🔵 যদি করাইতে গুঁড় আর মুড়ি লেগে যায় তাহলে গ্যাস জ্বালিয়ে আঁচ কমিয়ে কিছু সময় গরম করে নিলেই আবারো মোয়া পাকানো যাবে। এভাবেই পুরো মিশ্রণ থেকে মোয়া তৈরি করে নিতে হবে। যদি হাতে বেশি গরম লাগে তাহলে হাতে অল্প জল লাগিয়ে নিতে পারেন।

ALSO READ ➱  পার্শে মাছের ঝাল রেসিপি | Parshe Macher Jhal Recipe in Bengali

 

আরো পড়ুন ➠

➡️মটন বিরিয়ানি রেসিপি

➡️চিকেন বার্গার রেসিপি

➡️চিকেন মহারানী রেসিপি

➡️খাসির মাংসের রেসিপি

➡️চিলি চিকেন রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  রসমালাই বানানোর রেসিপি | Rasmalai Recipe in Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

 

Leave a Comment