নিরামিষ মাশরুম রেসিপি | Niramish Mushroom Recipe in Bengali

নিরামিষ মাশরুম রেসিপি(niramish mushroom recipe) – নিরামিষ ও স্বাদে সেরা এমন খাবার হলে তো খাদ্যরসিক বাঙ্গালীদের আর কিছুই লাগবে না। তেমনি এক রেসিপি নিয়ে এসেছি আজ আপনাদের জন্য। স্বাদেগুনে সেরা ও পুষ্টিগুণে ভরপুর এই নিরামিষ মাশরুম কারি রেসিপি(niramish mushroom curry recipe) সকলে চেটেপুটে খাবে। নিরামিষ দিনে বা যারা আমিষ খাবার খায় না তাদের জন্য সেরা এই নিরামিষ মাশরুম মসলা রেসিপি(niramish mushroom masala recipe) এক অন্য স্বাদ এনে দেবে। সহজ ভাবে তৈরি এই নিরামিষ মাশরুম কষা বানিয়ে আপনি বাড়িতেই রেস্তোরার স্বাদ উপভোগ করতে পারেন। তাহলে দেখে নিন এই নিরামিষ মাশরুম রান্নার রেসিপিটি।

 

Niramish Mushroom Recipe

 

উপকরণ ➤

  • মাশরুম – ২০০ গ্রাম
  • টমেটো – ১ টি (ছোট)
  • কাজুবাদাম – ১৫ টি
  • আদা – ১ ইঞ্চি
  • গোটা জিরে – ১/২ চা চামচ
  • ধনে গুঁড়ো – ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো – ১/২ চামচ
  • কাসুরি মেথি – ১/২ চা চামচ
  • কাশ্মীরি লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ
  • টক দই – ২ চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • চিনি – ১ চা চামচ
  • গরম মসলা গুড়ো – ১/২ চা চামচ
  • সাদা তেল – ৩ চামচ
  • কাঁচালঙ্কা – ৬ টি
ALSO READ ➱  শাহী আলুর দম রেসিপি | Shahi Aloor Dum Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🟣 প্রথমে টমেটো, কাজুবাদাম, আদা ও তিনটি কাঁচালঙ্কা দিয়ে একটি পেস্ট তৈরি করে নেব।

🟣 এবারে কড়াইতে তেল গরম করে তাতে জিরে ফোঁড়নে দিয়ে দেব। তারপরে দেবো আগে থেকে তৈরি করা মসলার পেস্ট।

🟣 মসলার মিশ্রণটি ভালো করে নাড়াচাড়া করে নেব আঁচ কমিয়ে যাতে কাঁচা গন্ধ না থাকে। মসলা ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর দেবো ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ ও কাসুরি মেথি। এবারে সামান্য জল দিয়ে সব মসলা ভালো করে কষিয়ে নেব।

🟣 মসলা থেকে তেল ছাড়তে থাকলে দিয়ে দেব ফেটানো টক দই, নুন, চিনি ও চেরা কাঁচা লঙ্কা। এবার পুরো মসলার মিশ্রণ আবারো কষিয়ে নেব ঢাকা দিয়ে ।

🟣 মসলা কষানোর পর কেটে রাখা মাশরুমগুলো দিয়ে মসলার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম আঁচে পাঁচ মিনিট রান্না হতে দেবো।

🟣 তারপরে ঢাকা খুলে অল্প জল দিয়ে নাড়াচাড়া করে আবারো ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব।

ALSO READ ➱  খিচুড়ি রান্নার রেসিপি | Bengali Khichuri Recipe

🟣 ৫ মিনিট পর দেখব মাশরুম ভালো মতন রান্না হয়ে গেছে। আর গ্রেভিটাও বেশ ভালো শুকিয়ে এসেছে।

🟣 এবারে গরম মসলাগুলো ছড়িয়ে আঁচ বন্ধ করে ঢাকা দিয়ে দু মিনিট রেখে দেবো। তারপরে পরিবেশন করব এই নিরামিষ মসলা মাশরুম

 

মনে রাখবেন ➤

🔶 টক দই সব সময় নুন দিয়ে ফেটিয়ে তারপরে রান্নাতে ব্যবহার করবেন।

🔶 আপনারা চাইলে মাশরুম আগে থেকে ভেজে নিয়েও রান্না করতে পারেন।

🔶 মাশরুম পরিষ্কার করার সময় বেশি সময় জলে ভিজিয়ে রাখবেন না এতে মাশরুমে জল ঢুকে যাই এর ফলে খেতে ভালো লাগবে না।

 

প্রশ্ন ও উত্তর ➤

✤ প্রশ্ন – মাশরুমের উপকারিতা কি ?
➣ উত্তর – মাশরুমে থাকে পটাশিয়াম, আইরন, কপার, ভিটামিন যা স্মৃতিশক্তি বাড়াতে ও ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করে।

✤ প্রশ্ন – মাশরুম খাওয়ার নিয়ম কি ?
➣ উত্তর – মাশরুম সবসময় হালকা ফ্রাই করে খাওয়া উচিত। বেশি রান্না করা উচিত নয়।

✤ প্রশ্ন – মাশরুমের অপকারিতা কি ?
➣ উত্তর – অপরিচিত মাশরুম খাওয়া ঠিক নয়। তা বিষাক্ত হতে পারে।

ALSO READ ➱  সুজির ইডলি রেসিপি | Sujir Idli Recipe in Bengali

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

 

 

 

Leave a Comment