প্যান কেক রেসিপি | Pan Cake Recipe in Bengali

প্যান কেক রেসিপি(pan cake recipe) – আমরা সকলেই কেক পছন্দ করি, তাই আপনাদের জন্য নিয়ে এসেছি এই নরম তুলতুলে কেক রেসিপিটি। তবে আমরা অনেকেই কেকের মধ্যেকার ডিম পছন্দ করি না। তাই আপনাদের জন্য এই ডিম ছাড়া কেক রেসিপি(eggless cake recipe) নিয়ে হাজির হয়েছে। খুবই সহজভাবে ও অল্প উপকরণে তৈরি এই কেক বানানোর রেসিপিটি সকলেরই ভীষণ ভালো লাগবে আর খেতেও হবে দুর্দান্ত। তাই টিফিন টাইমের ক্ষিদে মিটিয়ে নিতে পারেন এই কেকের সাথে। তাহলে আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন আমার এই প্যান কেক বানানোর রেসিপিটি।

 

Pan Cake Recipe

 

উপকরণ ➤

  • ময়দা – ২ কাপ
  • বেকিং পাউডার – ১ চা চামচ
  • চিনি – ১/২ কাপ
  • মধু – ২ চামচ
  • নুন – ১ চিমটি
  • কনডেন্স মিল্ক – ১/২ কাপ
  • ভ্যানিলা এসেন্স – ১ চামচ
  • দুধ – ১ কাপ
  • সাদা তেল – ৩ চামচ
  • চকলেট সিরাপ – ১ কাপ
ALSO READ ➱  চিকেন রোল রেসিপি | Chicken Roll Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🔵 প্রথমে একটি পাত্রে ময়দা ও বেকিং পাউডার চেলে নিয়ে তাতে চিনি, মধু, নুন, ভ্যানিলা এসেন্স ও কনডেন্স মিল্ক দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে হালকা গরম দুধ দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটি বেশি মোটা বা বেশি পাতলা হবে না। এবারে ব্যাটারটি ১০ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।

🔵 এবারে করাই ভালো করে গরম করে তাতে সাদা তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে লো আঁচে দু মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপরে ঢাকা খুলে আসতে আসতে কেকটি উল্টে দিয়ে আরও দুই মিনিট রান্না করে নামিয়ে নেব। এভাবেই বাকি ব্যাটার দিয়ে প্যান কেকগুলো তৈরি করে নেব। তারপরে পরিবেশন করব মধু, চকলেট সিরাপ ও বেরিজ ছড়িয়ে।

ALSO READ ➱  নিরামিষ মাশরুম রেসিপি | Niramish Mushroom Recipe in Bengali

আরো পড়ুন ➠

➡️ডিমের মালাইকারি রেসিপি

➡️চিকেন বার্গার রেসিপি

➡️চিকেন মহারানী রেসিপি

➡️রুই পোস্ত রেসিপি

➡️গোলাপ জাম রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  পোস্তর বড়া রেসিপি | Postor Bora Recipe in Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

Leave a Comment