ফিশ কবিরাজি রেসিপি | Fish Kabiraji Recipe in Bengali

ফিশ কবিরাজি রেসিপি( fish kabiraji recipe)কবিরাজি বর্তমানে কলকাতার সবচেয়ে জনপ্রিয় ও সুস্বাদু খাবার। সেই জন্য দোকানে এর চাহিদাও কম নয়, ফলে বেশ লম্বা লাইনেও দাঁড়াতে হয়। তাই এখন দোকানের সেই লম্বা লাইন না দিয়ে বাড়িতেই তৈরি করে নিন সব থেকে সহজ পদ্ধতিতে এই মাছের ফিস কবিরাজি রেসিপিটি। এর স্বাদ কোন রেস্টুরেন্টর থেকে কম হবে না। এই কবিরাজি আপনারা স্ন্যাক্স হিসেবে পরিবেশন করতে পারেন আপনার প্রিয় অতিথিদের। তাহলে আর দেরি না করে এখনই দেখে নিন এই ফিস কবিরাজি রেসিপিটি।

 

Fish Kabiraji Recipe

 

উপকরণ ➤

  • ভেটকি মাছের ফিললেট – ৫ পিস
  • রসুন বাটা – ১/২ চা চামচ
  • আদা বাটা – ১/২ চা চামচ
  • লঙ্কা বাটা – ১/২ চা চামচ
  • ধনেপাতা বাটা – ১/২ চা চামচ
  • পুদিনা পাতা বাটা – ১/২ চা চামচ
  • গোল মরিচ গুঁড়ো – ১/২ চা চামচ
  • লেবুর রস – ১ চামচ
  • কর্নফ্লাওয়ার – ৪ চামচ
  • ডিম – ৪ টি
  • সাদা তেল – ১০০ গ্রাম
  • ব্রেড ক্রামস – ১০০ গ্রাম
ALSO READ ➱  চিংড়ি ভাপা রেসিপি | Chingri Bhapa Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🟣 প্রথমে ভেটকি মাছের ফিলেগুলি নিয়ে তাতে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা বাটা, গোল মরিচ গুঁড়ো, লেবুর রস, নুন, ধনে পাতা বাটা ও পুদিনা পাতা দিয়ে ভালো করে ম্যারিনেট করে ৩০ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব।

🟣 এবারে একটি পাত্রে ডিম ফাটিয়ে তাতে নুন, গোলমরিচ গুঁড়ো ও কর্নফ্লাওয়ার ভালো করে গুলিয়ে নেব। তারপরে ম্যারিনেট করা মাছের পিস নিয়ে এই ডিমের গোলায় ডুবিয়ে ব্রেড ক্রামসে কোট করে নেব।

🟣 এবারে কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে নিয়ে তাতে মাছের পিসগুলি দিয়ে মিডিয়াম আঁচে দু পিঠ উল্টেপাল্টে হালকা লালচে করে ভেজে নেব।

ALSO READ ➱  চিলি সয়াবিন রেসিপি | Chilli Soyabean Recipe in Bengali

🟣 এবারে ওই ডিমের গোলায় আঙ্গুল ডুবিয়ে তেলের মধ্যে ছিটিয়ে ছিটিয়ে লম্বা একটি জালি তৈরি করে নেব। এরপরে ভাজা মাছের পিসটি আবারও ডিমের ব্যাটারে ডুবিয়ে জালির উপর দিয়ে মুড়িয়ে নেব। তারপরে দু পিঠ ভেজে তুলে নেব। এভাবে খুবই তাড়াতাড়ি ফিস কবিরাজি তৈরি করে নিতে হবে। তারপরে পছন্দমত সাজিয়ে পরিবেশন করুন সস বা চাটনির সাথে।

 

আরো পড়ুন ➠

➡️রুই পোস্ত রেসিপি

➡️চিজ ওমলেট রেসিপি

➡️আলুর চপ রেসিপি

➡️নানপুরি রেসিপি

➡️মোচার ঘন্ট রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  পাবদা মাছের রেসিপি | Pabda Macher Recipe

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

 

Leave a Comment