আলুর চপ রেসিপি | Aloor Chop Recipe in Bengali

আলুর চপ রেসিপি( aloor chop recipe) – বৃষ্টি পড়ছে ঝাঁকে ঝাঁকে বা বিকেলের ছোট ছোট খিদে পেটের মধ্যে তারা দিচ্ছে আর বাইরে বেরোনোর কোন উপায় নেই, তাহলে বাড়িতেই বানিয়ে ফেলুন মুচমুচে আলুর চপ। এই চপ বানানোর রেসিপিটি আপনার সন্ধ্যের মুহূর্তকে বেশ জমিয়ে দেবে। এই নিরামিষ আলুর চপ(niramish chop) খেতে যেমন দুর্দান্ত তেমনি বানানোও খুবই সহজ। তাহলে আর দেরি না করে এখনই তৈরি করে ফেলুন দোকানের মত এই আলুর চপের রেসিপিটি।

 

Aloor Chop Recipe

 

উপকরণ ➤

  • আলু সেদ্ধ – ২ টি
  • আদা কুচি – ১ চা চামচ
  • লঙ্কা কুচি – ১ চা চামচ
  • হলুদ – ১ চামচ
  • লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ
  • নুন – স্বাদ অনুযায়ী
  • বেসন – ১ কাপ
  • খাবার সোডা – ১/৪ চা চামচ
  • সর্ষের তেল ২ চামচ
  • সাদা তেল – ১০০ গ্রাম
  • ধনেপাতা কুচি – ২ চামচ
  • ভাজা মসলা( শুকনো লঙ্কা, জিরে ও ধনে ড্রাই রোস্ট করে গুড়ো) – ১ চামচ
ALSO READ ➱  মিক্সড ফ্রাইড রাইস রেসিপি | Mixed Fried Rice Recipe in Bengali

 

আলুর চপ বানানোর পদ্ধতি ➤

🔴 প্রথমে সেদ্ধ আলুগুলোকে ভালো করে ম্যাশ করে নিতে হবে।

🔴 এবারে কড়াইতে তেল গরম করে তাতে আদা ও কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। এরপরে তাতে ১/২ চা চামচ হলুদ, ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো ও নুন দিয়ে কষিয়ে নেব।

🔴 এবারে কষানো মসলার মধ্যে ম্যাশ করা আলু ও ভাজা মসলা দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে আলুর মিশ্রণটিতে ধনেপাতা কুচি ছড়িয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠান্ডা করে নেব।

🔴 এবার একটি পাত্রের মধ্যে বেসন, নুন, ১/২ চা চামচ হলুদ, ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো ও খাবার সোডা দিয়ে ভালো করে মিশিয়ে তারপরে জল দিয়ে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নেব। এরপরে ব্যাটারটি দশ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো।

ALSO READ ➱  ছোলার ডাল পুরি রেসিপি | Cholar Dal Puri Recipe in Bengali

🔴 এবারে ঠান্ডা হওয়া আলুর পুর থেকে ছোট ছোট বলের আকারে করে নিয়ে হাত দিয়ে চ্যাপ্টা করে চপের আকারে গড়ে নেব।

🔴 এরপরে কড়াইতে বেশ খানিকটা সাদা তেল গরম করে নেব। আর এক চামচ গরম তেল ব্যাটারটির মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেব।

🔴 তারপরে আলুর পুর ব্যাসনের ব্যাটারে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দিয়ে হালকা লালচে করে ভেজে তুলে নিলেই তৈরি মুচমুচে আলুর চপ।

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  চকোলেট চিপ কুকিজ রেসিপি | Chocolate Chip Cookies Recipe

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

Leave a Comment