চিকেন কাবাব রেসিপি | Chicken Kabab Recipe in Recipe

চিকেন কাবাব রেসিপি(chicken kabab recipe) – রেস্টুরেন্টের স্বাদ উপভোগ করুন এখন বাড়িতেই, কারণ এখন আপনারা বাড়িতেই তৈরি করে নিতে পারবেন সকলের পছন্দের কাবাব তৈরির রেসিপি। বর্তমানে আমাদের সকলের কাছেই ফাস্টফুডের চাহিদা বেড়েছে । তবে স্বাস্থ্যের কথা মাথায় রেখে সুস্বাদু সকল মুখরোচক খাবার তৈরি করে নিতে পারেন এখন বাড়িতেই । তাই আজ আপনাদের জন্য নিয়ে এসেছি সহজ পদ্ধতিতে তৈরি এই চিকেন কাবাব বানানোর রেসিপি। এই রেসিপির স্বাদ কোন রেস্তোরাঁর চেয়ে কম হবে না। তাহলে দেখে নিন আমার এই চিকেন সাসলিক কাবাব রেসিপিটি।

 

Chicken Kabab Recipe

 

উপকরণ ➤

  • বোনলেস চিকেন – ২০০ গ্রাম
  • টক দই – ২ চামচ
  • লেবুর রস – ১ চামচ
  • পেয়াজ বাটা – ২ চামচ
  • আদা ও রসুন বাটা – ১ চামচ
  • লঙ্কাগুঁড়ো – ১ চা চামচ
  • জিরেগুঁড়ো – ১ চা চামচ
  • গরম মসলা গুঁড়ো – ১/২ চা চামচ
  • সয়া সস – ১ চামচ
  • সরষের তেল
  • নুন – স্বাদ অনুযায়ী
  • ক্যাপসিকাম কিউব
  • পেঁয়াজ কিউব
ALSO READ ➱  চানা পনির রেসিপি | Chana Paneer Recipe in Bengali

 

পদ্ধতি ➤

🔴 প্রথমে চিকেন পাতলা পাতলা স্লাইস করে কেটে নেব। এবার একটি পাত্রের চিকেনের টুকরোগুলি নিয়ে তাতে টক দই, নুন, লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, লঙ্কাগুঁড়ো, গরম মসলা গুঁড়ো ও সরষের তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে অন্তত দু ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো।

🔴 এবার একটি পাত্রে জল নিয়ে তাতে কাবাবের কাঠিগুলি ভিজিয়ে রেখে দেব। এরপরে একটি কাঠি নিয়ে তাতে চিকেন গেঁথে নিয়ে একে একে ক্যাপসিকাম ও পেঁয়াজের কিউবও গেঁথে নেব। এভাবে আরো কিছু চিকেন, ক্যাপসিকাম ও পেঁয়াজ কাঠিতে গেঁথে একটি কাঠি সাজিয়ে নেব। এইভাবেই প্রত্যেকটি কাঠি সাজিয়ে নেব।

ALSO READ ➱  চিজ ওমলেট রেসিপি | Cheese Omelette Recipe in Bengali

🔴 এরপরে একটি তাওয়া গরম করে তাতে অল্প তেল ব্রাশ করে সাজানো কাঠিগুলি বসিয়ে মিডিয়াম আঁচে চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে সোনালী করে ভেজে নেব। এই ভাবেই সবকটি সাজানো কাঠিগুলি ভেজে তুলে নেব। তারপরে পরিবেশন করব সস আর গ্রিন চাটনির সাথে।

 

আরো পড়ুন ➠

➡️মুচমুচে ডিমের কাটলেট রেসিপি

➡️নিরামিষ মাশরুম রেসিপি

➡️মোচার ঘন্ট রেসিপি

➡️নিরামিষ দই পটল রেসিপি

➡️সুজির ইডলি রেসিপি

 

বিঃদ্রঃ(Note) ➤

ভালো ভালো রান্নার রেসিপি, নতুন নতুন রান্নার রেসিপি, ঝটপট রান্নার রেসিপি, ঘরোয়া রান্নার রেসিপি, বাংলা রান্নার নতুন রেসিপি, সহজ রান্না রেসিপি, বিভিন্ন ধরনের রান্নার রেসিপি, মজার মজার খাবার রেসিপি, বাঙালি নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ রান্নার রেসিপি, নিরামিষ সবজি রান্নার রেসিপি, বাংলা রান্নার রেসিপি, বাঙালি রেসিপি, বাঙালি রান্নার রেসিপি, চটজলদি খাবারের রেসিপি, বাংলা খাবারের রেসিপি, বাঙালি রান্না রেসিপি, নাস্তা, বাঙালির রান্নাবান্না রেসিপি, সহজ রান্নার রেসিপি খুব কম সময়ে সহজ পদ্ধতিতে বানানোর জন্য রান্নাঘর(Rannaghor) এর নিম্নলিখিত Social Media পেজগুলো ভিসিট করুন –

ALSO READ ➱  কাতলা মাছের কালিয়া রেসিপি | Katla Macher Kalia Recipe in Bengali

➡️Facebook                                    ➡️Pinterest                                        ➡️Twitter

➡️Medium                                      ➡️Instagram

 

 

Leave a Comment